Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ কোটি সম্মাননায়ও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এ ফিরবেন না জনি ডেপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

অভিনেতা জনি ডেপ জানিয়েছেন ডিজনি যদি তাকে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ ষষ্ঠ পর্বে অভিনয়ের প্রস্তাব দেয় তিনি তা ফিরিয়ে দেবেন। উল্লেখ্য, ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড তার বিরুদ্ধে নির্যাতনের মামলা করার পর তাকে একাধিক বড় প্রজেক্ট থেকে বাদ দেয়া হয়। এর মধ্যে প্রধান হল ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর জ্যাক স্প্যারোর চরিত্রটি। সেই থেকে ডেপ দাবি করে আসছেন হার্ডের অভিযোগ অসত্য। ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ তারকা দাবি করেছেন তার প্রাক্তন স্ত্রী যেসব ছবি আদালতে পেশ করেছে তা তৈরি করা। এর মধ্যে হার্ডের সহকারীও প্রকাশ করেছে তার মালকিনের অভিযোগ মিথ্যা। আর তাতে মামলাটি পুনর্বিবেচনা করার সুযোগ এসেছে। ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর চরিত্রটি হারাবার পর ডেপ বলে এসেছেন তিনি আর এই ফ্র্যাঞ্চাইজে ফিরবেন না। গত সপ্তাহে অভিনেতা বলেন, আমাকে ৩০ কোটি ডলার সম্মাননার প্রস্তাব দিলেও আমি ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজে ফিরব না। হার্ডের আইনজীবী জানিয়েছে, ডিজনি আগেই ডেপের স্প্যারোর ভূমিকায় ফেরার সম্ভাবনা রদ করেছে। ডেপ জানান, তিনি তা জানেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ