Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ এর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৬:০৮ পিএম

ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার ২৬ এপ্রিল সকালে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে তিনি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ তাকে বিমান বন্দরে স্বাগত জানান।

এরপর তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে ৫,৬ ও ৭ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তিনি সেখানে ডেনমার্ক পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বৃক্ষরোপণ অভিযানও অংশগ্রহণ করেন।

মেরি এলিজাবেথ এখন তিনদিনের সফরে বাংলাদেশে রয়েছেন। তিনি আগামীকাল বুধবার কক্সবাজার হেলিকপ্টারে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ