Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ঈদ জামাতের প্রস্তুতি চুড়ান্তে, শাহী ঈদগাহ ময়দান পরিদর্শনে মেয়র ও এসএমপি কমিশনার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৫:১৬ পিএম

মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সে লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন প্রস্তুতি গ্রহণ করছে। চলছে ইদগাহ ময়দান পরিপাটির কাজ। পরিস্কার পরিচ্ছন্ন সহ সার্বিক ব্যবস্থাপনা সুচারুরূপে করতে সিসিক জোর কদমে তৎপরতা চালাচ্ছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফকে সাথে নিয়ে শাহী ঈদগাহ ময়দানের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকরতা কর্মচারীবৃন্দ। বিশ্ব স্বাস্থ্য মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে গত দুই বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি শাহী ইদগাহ ময়দানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ