Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘এই বিল্ডিং আমার ফাইভ ইস্টার হোটেল’

চট্টগ্রাম থেকে ইয়াছিন রানা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৪:১৪ পিএম | আপডেট : ৪:১৭ পিএম, ২৬ এপ্রিল, ২০২২

এত সুন্দর বাসা, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ ইস্টার হোটেলের মতো। আমি মনে করি, আমার বিল্ডিং ফাইভ ইস্টার হোটেল। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রহিমা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে তার আবেগের কথা তুলে ধরেন। এ সময় সরাসরি তার কথাগুলো শুনছিলেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে ঈদের উপহার হিসেবে ৩২ হাজার নয় শত চারটি পরিবারকে ঘর তুলে দেওয়ার প্রাক্কালে গণভবন থেকে চট্টগ্রামের আনোয়ারায়  যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রহিমা প্রধানমন্ত্রীকে জানান, প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য তিনি দুইটি কাথা সেলাই করেছেন। তার এই উপহার অবশ্যই প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে আবদার জানান।

রহিমা খাতুন বলেন, ‌মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সরাসরি দেইখ্যা কথা বলার মতো ভাগ্য আমার নাই। আমার চারটা মাইয়া নিয়ে ভাড়া বাসায় ছিলাম। অনেক বাসায় থাকার পর প্রধানমন্ত্রীর একটা বাড়ি পাই। বাসা এত সুন্দর, একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ ইস্টার হোটেলের মতো। আমি মনে করি, আমার বিল্ডিং ফাইভ ইস্টার হোটেল।

 

তিনি আরও বলেন, আপনার দোয়ায় আমরা ৪০ জন একসঙ্গে ঘর পাইসি। তাদের বাচ্চাদের আমি আরবি পড়াই। আমার মেয়ে বাংলা, অংক, ইংরেজি শেখায়। সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা আয় হয়। এই আয় থেকে আমি ফ্রিজ কিনছি, প্রতিদিন যাতে আপনাকে দেখতে পারি সে জন্য একটা টিভি নিছি। এখন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার দেওয়া ঘরে বসে দুইটা কাঁথা সেলাই করসি। অবশ্যই এই কাঁথাগুলো আমার কাছ থেকে নিতে হবে আপনাকে। আমার আর দেওয়ার কিছু নাই।

 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অবশ্যই’ নেবেন বলে সাড়া দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ