Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সরকার হচ্ছে নিশিরাতের সরকার, ভোট ডাকাতির সরকার -আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৩:২৬ পিএম

সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন,আজকে দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে চালের দাম বেড়েছে,তেলের দাম বেড়েছে, ডালের দাম বেডেছে, ডিজেলের দাম বেডেছে, বাস ভাডা বেডেছে। সর্বক্ষেত্রে আজকে গরীবের দমন পীডন চলছে।যদি সরকারের দৃষ্টি থাকত তাহলে দ্রব্য মূল্য এভাবে বাডত না। যেহেতু এই সরকার জনগনের সরকার না । যেহুতু এই সরকার আগের রাতের সরকার, যেহুতু এই সরকার নিশি রাতের সরকার, যেহুতু এই সরকার ভোট ডাকাতির সরকার। তাই এই সরকারের জনগনের কাছে কোন দায়বদ্ধতা নেই। তিনি আজ মঙ্গলবার সকালে আটি বাজার এলাকায় বন্যা কমিউনিটি সেন্টাওে কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখার বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিনা ভোটের এই সরকার জনগনকে নির্যাতন চালাচ্ছে, নিপীডন চালাচ্ছে। নিউমার্কেটে ব্যবসায়ীদেও কাছ থেকে চাঁদা তোলা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ ২/৩দিন চলে। আর মামলা দেয়া হলো বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবকদলের নেতা-কর্মীদের নামে। কারন তারা জনগনকে বোঝাবে বিএনপি এই ঘটনাটি ঘটিয়েছে। এই সম্মেলনের উদ্বোধক ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মনির হোসেন মিনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাবা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ.বেনজীর আহমেদ টিটু,ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি পমুখ। সম্মেলন শেষে কেরানীগঞ্জ মডেল উপজেলার মোঃ মনির হোসেন মিনুকে সভাপতি এবং হাসমত উল্লাহ নবীকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শামীম আহসান ও মোঃ মনিরুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ