বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে দুই বিয়ে করে সামাল দিতে ব্যর্থ হয়ে বিষপান করেছেন স্বামী আব্দুল মজিদ ওরফে সমেজ আলী। তবে এ যাত্রায় বেঁচে গেছেন তিনি। বর্তমানে তিনি ৫০ শয্যা বিশিষ্ট গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন।
আব্দুল মজিদ গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার আবু মুসার ছেলে। দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈদবাজার করায় প্রথম স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে তিনি বিষপান করেন।
আব্দুল মজিদের কিশোর ছেলে পারভেজ হোসেন বলেন, আমার মা ও আমাদের দুই ভাই-বোনের জন্য ঈদের বাজার করে দেননি আমার বাবা। কিন্তু তিনি আমার ছোট (সৎ) মাকে নিয়ে রোববার সন্ধ্যায় গাংনী বাজারে ঈদের কেনাকাটা করেন। এ কারণে আমার মায়ের সঙ্গে বাবার তুমুল ঝগড়া হয়। এর জের ধরে বাবা আমার মাকে মারধর করেন। সোমবার (২৫ এপ্রিল) সকালে আবারও ঝগড়া হয় মা-বাবার মধ্যে। এ ঘটনার জেরে একপর্যায়ে বাবা বিষপান করেন। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এম.কে রেজা জানান, আব্দুল মজিদের পেটের বিষ বের করা হয়েছে। তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।