Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁধ ভেঙ্গে ডুবল হালির হাওরের উঠতি বোরো ফসল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:২৮ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আহসানপুর গ্রামের পাশে পাউবোর ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে ডুবল হালির হাওর।

এই হাওরে প্রায় পাঁচ হাজার ৭৫০ হেক্টর বোরো জমিতে ধান চাষ করেছিলেন কৃষকরা। তারা জানান, কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির গাফিলতি, পাউবোর দুর্নীতি ও পিআইসির উদাসীনতায় সুনামগঞ্জে একের পর এক বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। এ যেন কৃষকের নিয়তিতে পরিনত হচ্ছে। কোনো কাজেই আসছে না সরকারের ১২২ কোটি টাকার বরাদ্দ। সময় মত বাঁধের কাজ শুরু ও শেষ না হওয়ায় এবং সরকারী নীতিমালা না মানার কারণে বাঁধ ভাঙ্গাকে দায়ি করছেন কৃষকরা। বাঁধের কাজ শুরু থেকে ‘হাওর বাঁচাও জেলা কমিটি‘ বিভিন্ন আন্দোলন করে হাওর ডুবির দায় প্রশাসন ও পাউবোকেই নিতে হবে বলে আসছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ