Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবি ছাত্রদল ও ছাত্র অধিকারের ইফতার মাহফিল

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৯:৪৩ পিএম

বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া জাবি শাখা ছাত্র অধিকার পরিষদও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল করেছে।

সোমবার শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে সাভারের একটি রেস্টুরেন্টে ছাত্রদল ইফতার মাহফিল করে। এতে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামরুল আহসান, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. জামাল উদ্দিন রুনু, সদস্য অধ্যাপক মাসুম শাহরিয়ার ও দপ্তর সম্পাদক মোস্তাফিজ রহমান চয়ন।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল, সাবেক ক্রীড়া সম্পাদক দেবব্রত পাল, সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল (খুলনা) গালিব ইমতিয়াজ নাহিদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম খান ,শহীদ সালাম বরকত হল ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন আলী হাসান, মীর মোশাররফ হোসেন হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন শুভসহ সাবেক ছাত্রদল নেতা মাহাফুজ, সোহেল রানা, ফয়েজ উদ্দিন, সাইফুল, তমাল, বেনজির ও বিটু।

এ সময় বর্তমানদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকত, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল বিপ্লব, সাইফুল ইসলাম সাগর, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির মার্জুক, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম রেজা, মুজিব হলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা আরিফ হোসাইন, জুয়েল তালুকদার, আমিন আল রাজী, আহম্মদ উল্লাহ, শরিফুল ইসলাম, নাইমুল হাসান কৌশিক, হোসাইন আল রাশেদ বাদল, মোঃ হাসান, দেওয়ান আলাউদ্দিন, রাজু হাসান রাজন, মুরাদ হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অন্যদিকে ছাত্র অধিকার পরিষদেরইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. জামাল উদ্দিন রুনু, ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, জাবির সাবেক আহবায়ক শাকিল উজ্জামান, গণঅধিকারের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দার, যুব পরিষদের সেক্রেটারি নাদিম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ