Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার পাঁচ

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত রোববার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- নানু মিয়া, জয়, বাবু বাবুর্চি, আব্দুল মামুন ও শরীফ হোসেন।

এসআই মেহেদী হাসান জানান, টঙ্গী পশ্চিম থানা এলাকায় ডিউটি করাকালীন গত রোববার রাত ১১টা ১০ মিনিটের সময় টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, অত্র থানাধীন সড়ক ও জনপথ বিভাগের সামনে পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ শাহআলম স্যারকে বিষয়টি অবহিত করি। তারপর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হই। রাত ১১টা ৩০ মিনিটের সময় উক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উল্লেখিত আসামিদেরকে আটক করি। ঘটনাস্থলে অবস্থানকারী অন্যান্য ৬/৭ জন আসামিরা পালিয়ে যায়। উক্ত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব থানাসহ পাশ্ববর্তী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই ও ডাকাতি করে আসছে। আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ