বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারিরা শার্ট খুলে প্রতিবাদ জানান। গতকাল নগরীর জামালখান সড়কের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে নৌ যাতায়াত ব্যবস্থা পুরোনো আমলের। সেটা বোঝাতেই তারা এমন প্রতিবাদ জানাচ্ছেন। স্বাধীনতার ৫০ বছরেও এই রুটে নৌচলাচল নিরাপদ হয়নি। এখনো এই রুটে দুর্ঘটনায় যাত্রীরা মারা যাচ্ছেন। কিন্তু প্রশাসন কাউকে ক্ষতিপূরণ দেয়নি। একটা ঘটনায়ও সুষ্ঠু তদন্ত হয়নি। বক্তব্য রাখেন সাংবাদিক সারোয়ার সুমন, সালেহ নোমান, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. শরীফুল আলম, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ কবির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।