Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুুবলীগ নেতা হত্যা মামলার আসামি শিমুল গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

সীতাকুণ্ড পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি দাউদ সম্রাট হত্যা মামলার পলাতক আসামি ও ৫টি ডাকাতি মামলার আসামি মো. নুর মোস্তফা শিমুল (৩১)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গত রবিবার দিবাগত রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে। গ্রেফতারকৃত শিমুল সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত আবুল মুনছুরের ছেলে। র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বিকালে সীতাকুণ্ড পৌরসভার ভোলাগিরি সড়কে ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাউদ সম্রাটকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে একদল দুস্কৃতিকারী।
এ ঘটনায় সম্রাটের মা জেবুন্নেসা বাদী হয়ে সুনির্দিষ্ট ১৫ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ