Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার নিয়ত হলো মানুষের কল্যাণে কাজ করা: আমু

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৯:০৫ পিএম

যারা মিথ্যাচারের রাজনীতি করে তারা ইতিহাস থেকে একদিন মুছে যাবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত সবকিছুতেই মিথ্যাচার করে। আমরা ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করে এসেছি। আগামীতেও মোকাবিলা করবো। মিথ্যাচারের জন্য একদিন তারা ইতিহাস থেকে মুছে যাবে। সোমবার বিকেলে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, শেখা হাসিনা ক্ষমতা আসের আগে দেশ কিভাবে ছিল তা আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। বর্তমানে এমন কোন ইউনিয়ন নেই যেখানে কমপক্ষে হলেও ১৫ শত মানুষ বিভিন্ন ধরণের ভাতা পান। শেখ হাসিনার নিয়ত হলো মানুষের কল্যাণে কাজ করা, তাঁর বাবার আদর্শে কাজ করা। তাই তিনি গ্রামের মানুষের সাহায্য এগিয়ে আসছেন। পায়রাবন্দ, পদ্মাসেতু এগুলো চালু হলে দক্ষিণ অঞ্চল হবে সবচেয়ে উন্নত। এই অঞ্চলের দুঃখ কষ্ট লাঘব করতে শেখা হাসিনা কাজ করে যাচ্ছেন ।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম চৌধুরীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বক্তব্য দেন। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ