Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ঘর পাচ্ছেন ২০২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৭:৩৯ পিএম

মাগুরায় ৩য় পর্যায়ে ঘর পাচ্ছেন ২০২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ৷ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেসব্রিফিং এ তথ্য জানান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্বোধনের পর মাগুরার ৪ উপজেলায় এ ঘর হস্তান্তর করা হবে । আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় নির্মাণ হওয়া জেলার ২০২টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৫২টি, শ্রীপুরে ৪০টি, শালিখায় ৬৭টি ও মহম্মদপুর উপজেলায় ৪৩টি পরিবার এ ঘর পাচ্ছেন উপকারভোগীরা।
এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক উল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল,৷ মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
প্রেস ব্রিফিং এ জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার প্রায় শাতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ