বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়পুরহাট আক্কেলপুর পৌর সভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ এপ্রিল) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলম বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
সংস্থাটির জনসংযোগ সূত্রে বিষয়টি জানা গেছে। মামলার এজাহারে বলা হয়, গোলাম মাহফুজ মেয়র থাকার সময়ে প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে সম্পদ গড়ে তোলেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে। এছাড়া তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের ৩৬ লাখ ৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ১ লাখ ৬৫ হাজার টাকা সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক। তাই তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।