Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতি গতকাল রোববার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাদক মামলার এ আসামি কাঈসিং মারমার (৫৬) বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রায়খালী বাজারে। পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল কাঈসিংকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

কারাগারের কর্মকর্তারা জানান, কাঈসিং রাঙামাটি জেলা কারাগারের হাজতি ছিলেন। তিনি ছিলেন মাদক মামলার আসামি। কিডনি ও ডায়বেটিসের সমস্যা ছিল তার, পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল। বন্দি অবস্থায় রাঙামাটি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ