রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন করছে। আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উন্নয়নের সহযোগিতা করছে। এমন অবস্থায় পটিয়ার সংসদ সদস্য ও সংসদের হুইপ সামশুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হামলা করে নির্যাতন চালিয়ে আ.লীগকে ধ্বংস করছে। হুইপের নিযুক্ত বিএনপি জামাত শিবিরের অনুসারী কিছু সন্ত্রাসী বর্তমানে আ.লীগের সাইনবোর্ড লাগিয়ে এলাকায় সন্ত্রাস ও দখলবাজী চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গত ১৯ এপ্রিল গুলিবিদ্ধ হয়েছে যুবলীগ নেতা ডিএম জমির, সাইফুল ইসলাম ও মো. ইকবাল। প্রধানমন্ত্রীর নিকট হুইপসহ সন্ত্রাসীদের বিচার দাবি করেন তিনি। গত শনিবার বিকেলে পটিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। বীরমুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রবীণ আ.লীগ নেতা শামসুদ্দিন আহমদ। বীরমুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখবেন এডভোকেট বদিউল আলম, লেখক ও কলামিস্ট শামসুল হক, হুমায়ুন কবির রাশেদ, বীরমুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, সিরাজুল ইসলাম মাস্টার, নির্যাতনের শিকার ডিএম জমির উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।