বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আগামী ২/৩ দিনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সিটি নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীর পাশে আপনাদের থাকতে হবে। শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে হবে।
তিনি বলেন,বঙ্গবন্ধু গরীবের নেতা ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও গরীব মানুষের ভাগ্যে পরিবর্তনে কাজ করছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি বিভিন্ন ভাতা চালু করেছেন। করোনাকালে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সকল পেশার মানুষকে তিনি প্রণোদনা দিয়েছেন। যাদের অর্থ-বিত্ত কম তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। সকল মানুষের জীবন রক্ষায় তিনি করোনা টিকার ব্যবস্থা করেছে। ইতিমধ্যে ১৬ কোটি মানুষের মাঝে ২৫ কোটি টিকা দেওয়া হয়েছে। শেখ হাসিনার বেঁচে
থাকলে আগামী ২০ বছর পর দেশে গরীব লোক খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা মানুষের ভালোবাসার জন্য কাজ করেন। আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরাও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করছি।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মজুমদারের উদ্যেগে ৩ হাজার গরীব-অসহায় লোকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
হাজী বাহার এমপি আরও বলেন, জাতিরপিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বেরবুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেক সেক্টরে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। আর দুই মাস পরেই পদ্ম সেতুর উপর দিয়ে গাড়ি চলবে। ডিসেম্বরে চালু হবে কর্ণফুলী টানেল। শেখ হাসিনা বেঁচে আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার হাতেই এদেশ ও জনগণ নিরাপদ। তাই শেখ হাসিনার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নগরীর আশ্রাফপুর এলাকায় আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইসহাক।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহিরুল কামাল, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লিজা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর যুবলীগের সদস্য নাজমুল হাছান শাওন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের উদ্যেক্তা গোলাম মোস্তফা মজুমদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।