Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতশবাজি কারখানার মালিক গ্রেফতার

বিস্ফোরণে দুই নারী নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ময়মনসিংহে আতশবাজি তৈরির অবৈধ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে দুই নারী নিহত হওয়ার ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রধান আসামি বোরহান উদ্দিনকে (৫০) গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতারের বিষয়ে জানাতে গতকাল শনিবার সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ১৫ থেকে ২০ বছর ধরে অবৈধভাবে ওই কারখানাটি পরিচালনা করে আসছিলেন বোরহান উদ্দিন। ওই কারখানায় বিভিন্ন ধরনের আতশবাজি তৈরি করে আশপাশের এলাকায় বিক্রি করা হতো। মুক্তা ধর আরও বলেন, ওই কারখানা ৫০ জন শ্রমিক কাজ করতেন। দুর্ঘটনার দিন রাতের শিফটে কাজ করছিলেন ওই দুই নারী।
সিআইডি জানায়, ময়মনসিংহের নান্দাইলে বাঁশহাটি এলাকায় গত বুধবার ভোরে আতশবাজি তৈরির সময় বারুদ ও কেমিক্যালের বিস্ফোরণ ঘটে। এতে কারখানার শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫) মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে। একটি মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে, অপরটি হত্যা মামলা। দুই মামলাতেই কারখানার মালিকসহ চারজনকে আসামি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল।

আকাশে বিজলি চমকাচ্ছিলএ রকম আবহাওয়ার সুযোগ নিয়ে বিস্ফোরণের পর কারখানার মালিক বোরহান উদ্দিন ও তার লোকজন ঘরটিতে বজ্রপাত হয়েছিল বলে প্রচারণা চালান। কিন্তু ধ্বংসযজ্ঞ এতটাই বেশি ছিল যে ওই প্রচারণা হালে পানি পায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ধ্বংসস্তূপ সরিয়ে দুই নারীর লাশ উদ্ধার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ