Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ঈদ বাজারে বাড়ছে ভিড়

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ঈদের দিন যতই এগিয়ে আসছে চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন শপিং মলে ততই ভিড় বাড়ছে। বড়দের পাশাপাশি ছোটদের ভিড়ও বেশি আনোয়ারার ঈদ বাজার গুলোতে। ঈদের আনন্দ পরিবারের সবাই ভাগাভাগি করে নিতে নতুন জামা আর বাহারি জুতা, কসমেটিক্স কেনায় ব্যস্ত ক্রেতারা। বাহারি কালেকশনের সাশ্রয়ী মূল্যে বাচ্চাদের খেলনাসহ ঘরসজ্জার জিনিসও পাওয়া যাচ্ছে শপিংমল গুলোতে।

গতকাল শনিবার উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। বটতলী হাজি ইমাম শপিং সেন্টার, বন্দর ইত্যাদি শপিং সেন্টার, জয়কালী হাট বাজার, চাতরী ওয়ান মাবিয়া সিটি সেন্টার, আমিন কমপেক্স, আবুল হোসেন মার্কেটসহ এখানে জনসমাগমও ঘটে অনেক বেশি। বাহারি কালেকশনের সাশ্রয়ী মূল্যে ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, মেয়েদের কামিজ, পার্টি ড্রেস, থ্রি-পিস, কসমেটিক্স, ঘরসজ্জার জিনিসও পাওয়া যাচ্ছে।

জানা যায়, আনোয়ারার ঈদ বাজারগুলোতে এলাকার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী পটিয়া, বাঁশখালি, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলা থেকে আসছেন ক্রেতারা। দাম নিয়েও সন্তুষ্ট তারা। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই দোকানিরা নতুন কালেকশন তুলেছেন উপজেলার শপিং মলের দোকানগুলোতে। আনোয়ারায় রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধনী-গরিব নির্বিশেষে সবাই ছুটছেন নিজের ও প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সামর্থ্যরে কথা মাথায় রেখেই উপজেলার শপিং মলগুলোতে এবারের ঈদের বিভিন্ন ধরনের পোশাক তুলেছে। মধ্যবিত্ত ক্রেতাদের সংখ্যা বেশি থাকায় তাদের চাহিদাকেই গুরুত্ব দিয়েছে বিক্রেতারা।

ওয়ান মাবিয়া সিটি সেন্টারের অ্যারিয়ান ফ্যাশনরে মালিক কামাল উদ্দিন বলেন, প্রতি দিন গড়ে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে বিক্রিও তত বাড়ছে। বটতলী হাজি ইমাম শপিং সেন্টারে রঙধনু সু স্টোরের মালিক আলমগীর হোসেন বলেন, গ্রামের মার্কেট হিসেবে ঈদের আগে কেনাকাটা অনেকটা ভালো হচ্ছে। দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রয়েছে। শপিং করতে আসা কলেজ ছাত্রী শিফা অক্তার বলেন, বিগত দুই বছর করোনার কারণে ঈদের মার্কেটে আসা হয়নি। এবছর পরিস্থিতি ভাল থাকায় পরিবারের সদস্যদের নিয়ে মার্কেট করতে আসলাম। দামও তুলনামূলক কম থাকায় অনেকটাই ভালো লাগছে।

আনোয়ারা থানায় অফিসার ইনর্চাজ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। পাশাপাশি সাদা পোশাকের পুলিশও থাকবে। তাছাড়া আনোয়ারায় টহল পুলিশ জোরদার করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ