বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রাম সংলগ্ন দাভাঙ্গা হাওর পার্শ্ববর্তী ধান শুকানোর খলায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন ইউনিয়নের ধীতপুর গ্রামের তেজিন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস ও একই গ্রামের কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস।
স্থানীয়রা জানান, নিহত দুই কৃষক তাদের পঞ্চায়েতি খলায় ধান শুকানোর কাজ করছিলেন। সন্ধ্যার দিকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক।
কুলঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার বিকেলে বৃষ্টির সময় হাওর থেকে বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। রাতেই তাদের লাশ সৎকার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বজ্রপাত দুই কৃষক নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।