Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অস্ত্র গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

চট্টগ্রামের পটিয়া থেকে দুই সহযোগীসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তার বাসা থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, একটি বন্দুক এবং ১২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম গত শুক্রবার রাতে পটিয়া থানাধীন গৈরালারটেক বাজার এলাকায় এ অভিযান চালায়। র‌্যাব জানায়, গ্রেফতার ইয়ার মো. বাবর পটিয়া উপজেলা সদরের ৪নং ওয়ার্ড সদস্য। তিনি এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডারবাজী এবং ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। গত ১৮ এপ্রিল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে ইয়ার মো. বাবর একটি গ্রুপের সক্রিয় নেতৃত্ব প্রদানসহ জনসম্মুখে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতে থাকেন। গ্রেফতারের পর তাকে নিয়ে তার নাইখাইন গ্রামের বসত বাড়ীতে যাওয়ার সময় ইয়ার মো. বাবর (৩৫) উদ্দেশ্যমূলক চিৎকার চেচামেচি শুরু করে। তখন বাবরের অন্য সহযোগী মো. মহিউদ্দিন (২৯) ও আব্দুল কাদের চৌধুরীসহ (২১) কয়েকজন অজ্ঞাতনামা লোক হাতে লাঠিসোটা নিয়ে সরকারী কাজে বাঁধা প্রদান করে। তারা র‌্যাবের কাছ থেকে ইয়ার মো. বাবরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে র‌্যাবকে লক্ষ্য করে বাবরের সহযোগী দুষ্কৃতিতিকারীরা ইটপাটকেল ছুড়তে থাকে এবং আসামী বাবরও পালিয়ে যাওয়ার জন্য র‌্যাবের সাথে ধস্তাধস্তি করে। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে একজন র‌্যাব সদস্য সামান্য আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের ওই দুই সহযোগীকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ