বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল শনিবার চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি ফেরার টিকিট পেতে গভীর রাত থেকে স্টেশনে ভীড় জমান অনেকে। তবে প্রথমদিনে তেমন ভিড় ছিল না। অগ্রিম এই টিকিট বিক্রি চলবে পাঁচদিনব্যাপী। গতকাল দেওয়া হয় ২৭ এপ্রিলের টিকিট। অতিরিক্ত যাত্রীর ভিড়ে নারীদের যাতে টিকিট নিতে কোনো সমস্যা না হয় এ জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন ছেড়ে যাওয়া দেশের বিভিন্ন রুটে ১০টি আন্তঃনগর ট্রেনের সাত হাজার ৩৪টি টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে অর্ধেক টিকিট রেল স্টেশনের কাউন্টারে এবং অর্ধেক অনলাইনে পাওয়া যাবে। এখন ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হলেও ঈদের সময় প্রতিদিন লোকাল ট্রেনগুলো চলবে। এ ছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে ২টি স্পেশাল ট্রেন চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।