বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বন্দরের টোল রোডে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) ভোরে আকবর শাহ থানাধীন লতিফপুর টোল রোডের জেএমসি পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- নোয়াখালীর সুধারাম থানার লালনগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাহেদ হোসেন প্রকাশ টিটু (২৪), একই গ্রামের আজাদ হোসেন বাবলুর ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন প্রকাশ শাকিল (২২) ও সীতাকুন্ডের সোনাইছড়ি এলাকার কবির হোসেন মিস্ত্রির ছেলে শাহেদ আজগর প্রকাশ হীরা (২৪)। তারা সবাই সোনাইছড়ি এলাকায় বসবাস করে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, টোল রোড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের আরও চার সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের কাছ থেকে কয়েকটি দেশীয় তৈরি এলজি বন্ধুক, দুই রাউন্ড কার্তুজ, একটি টিপ চোরা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ডাকাতি কাছে ব্যবহৃত একটি মোটরসাইকেলেও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার টিটুর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা আকবর শাহ ও সীতাকুন্ডের বিভিন্ন এলাকার মহাসড়কে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।