Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামীলীগ যাবে যে পথে বিত্রনপি মোকাবিলা করবে রাজপথে -শামা ওবায়েদ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ৮:১৩ পিএম | আপডেট : ৮:৫৪ পিএম, ২৩ এপ্রিল, ২০২২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটাবো। আওয়ামীলীগ যাবে যে পথে বিত্রনপি মোকাবিলা করবে রাজপথে।

গতকাল শনিবার (২৩ এপ্রিল) নগরকান্দা, সালথা উপজেলা, পৌর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ফরিদপুরের নগরকান্দার উপজেলার লস্করদিয়ায় আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আমাদের মাঝে দ্রুত ফিরতে পারে উল্লেখ করে শামা ওবায়েদ আরো বলেন, দেশনায়ক তারেক রহমান ২৪ ঘন্টা দেশ ও দলের জন্য কাজ করছেন। আমাদেরও একটি কথা তারেক রহমান যেটা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছিলেন, স্বাধীনতা ঘোষনা করেছেন এবং সশস্ত্র যুদ্ধ করেছিলেন এবং গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এ সময় তিনি তার আত্বার মাগফিরাত কামনা এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার আত্বার মাগফিরাত কামনা করেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ন আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মো: মাসুদুর রহমান লিমন, নগরকান্দা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী এজাজ হাসান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজজ্জামান সেলু, উপজেলা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ