Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে প্রায় ২০ লাখ চিংড়ির রেনুপোনা সহ ২৭ জনকে আটক করল কোষ্ট গার্ড

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ৭:৫৭ পিএম

বরিশালে প্রায় ২০ গলদা চিংড়ির রেণুপোনা সহ ২৭ জনকে আটক করেছে উপক’ল রক্ষী বাহিনী-কোস্টগার্ড। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর আমতলামোড় এলাকায় একটি ট্রাকে ৬৫টি ড্রামে এ বিপুল পরিমান রেনুপোনা জব্দ করা হয়।

মহনাগর পুলিশের কোতোয়ালী থানার ওসি আজিমুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে রেনু পোনা বহনকারী ট্রাকটি জব্দ করে। ট্রাকে ৬৫টি ড্রামে ১৯ লাখ ৫০ হাজার রেনু পোনাসহ ২৭ জনকে আটক করে। আটক রেনু পোনা মৎস্য বিভাগের তত্বাবধানে বরিশালের কির্তনখোল নদীতে অবমূক্ত করা হয়েছে।
আটককৃতদের কোতোয়ালী থানায় সোপর্দ করার পরে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ