Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায়ের মাঝে পৌঁছে গেলো মানবসেবা ট্রাষ্টের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১১:৫৯ এএম
'কাজ হোক মানুষের জন্য, মানবতার জন্য' স্লোগানকে সামনে রেখে ৭ম বারের মতো দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা অন্যতম স্বেচ্ছাসেবক সংগঠন 'মানবসেবা ট্রাষ্ট'। 
 
শনিবার (২৩ এপ্রিল) সকালে কুমিল্লার মেঘনা উপজেলার শেখের গাঁও গ্রামের প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষকে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 
 
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবসেবা ট্রাষ্টের প্রধান উপদেষ্টা মোঃ হারুন মিয়া, উপদেষ্টা ফুলমিলা, উপদেষ্টা নিজামউদ্দীন। আরও উপস্থিত ছিলেন, মানবসেবা ট্রাষ্টের সভাপতি-রাব্বি হোসেন, সাধারণ সম্পাদক - মাঈন উদ্দিন ফাহিম, সাংগঠনিক সম্পাদক-সাহাদাত হোসেন, প্রচার সম্পাদক- হাসিবুল হাসান,সহ- অর্থ সম্পাদক রিফাত আহমেদ, সদস্য- রিয়াদ, আল-আমিন, নিরব, আকাশ, তাফিন, সিয়াম, রাফিন, সোহাম, জিহাদ, আশিক, জোবায়ের, আফনানসহ সংগঠনটির সদস্যবৃন্দ।
 
ঈদ সামগ্রী বিতরণ সম্পর্কে মানবসেবা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি- রাব্বি হোসেন বলেন, ২০১৬ সাল থেকে আমরা শিক্ষার্থীরা মিলে মানবসেবা ট্রাষ্টের মাধ্যমে চেষ্টা করছি সমাজের ভালো কিছু কাজ করা। তারই ধারাবাহিকতায় ৭ম বারের মতো সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফুটানোর। আমাদের বড় কোনো স্পনসর বা দাতা গোষ্ঠী নেই আমরা টিউশনি কিংবা খন্ডকালিন চাকরির অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সব সময় পাশে থাকবো।
 
এ বিষয়ে মানবসেবা ট্রাষ্টের সাধারণ সম্পাদক মাঈনউদ্দীন ফাহিম বলেন, আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। সমাজের যা কিছু ভালো কাজ আছে আমরা চেষ্টা করি করার।
 
উল্লেখ, স্বেচ্ছাসেবক এ সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক উন্নয়নমূলক ও ছিন্নমূল মানুষের জন্য কাজ করছে। যার মধ্যে, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহয়তা, পথশিশুদের নিয়ে কাজ, শীতবস্ত্র বিতরণসহ নানান সেবামূলক কাজ। ইতোমধ্যে সংগঠনটি উপজেলার মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ