Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ডের হোম ট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ উদ্বোধন

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ হোম ট্রেড ভ্যাসেলের উদ্বোধন করলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিঃ। সোনারগাঁওয়ের মেঘনাঘাটস্থ মেঘনা শিল্প পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান হোম ট্রেড ভ্যাসেলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শামীম ওসমান এমপি, লিয়াকত হোসাইন এমপি, আব্দুল্লাহ আল কায়সার  সাবেক সাংসদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এ কে এম ফখরুল ইসলাম, প্রধান প্রকৌশলী নৌপরিবহন অধিদপ্তর কেএম জামান (রুমেল), প্রেসিডেন্ট বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স  এসোসিয়েশন  আবু নাসের ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ, মতিয়ার রহমান এডিশনাল এসপি, নারায়ণগঞ্জ। আরো উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল ও পরিচালক তানভীর আহমেদ মোস্তফা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেঘনা গ্রুপের এফএমসিজি বিভাগের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ডের হোম ট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ