Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে গোপনে ‘ভুত ড্রোন’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ ইউক্রেনের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ চায় রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:১০ এএম

রাশিয়ান গ্যাসের উপর নিষেধাজ্ঞা ইউরোপীয় অর্থনীতির জন্য ক্ষতিকর : সম্মিলিত নিষেধাজ্ঞায় ভেটো দেবে কিছু ইইউ সদস্য দেশ : নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন চীনের প্রেসিডেন্ট
ইনকিলাব ডেস্ক
রুশ সামরিক বাহিনী বলেছে যে, তারা মোল্দোভার বিচ্ছিন্ন ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে প্রবেশের জন্য ‘বিকল্প উপায়’ চায়। ইউক্রেন সতর্ক করেছে, রাশিয়া অধিকৃত এলাকায় নতুন ‘প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাইছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডনবাস অঞ্চল এবং দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার রুশ পরিকল্পনাকে ‘সাম্রাজ্যবাদ’ বলে নিন্দা করেছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মারাত্মক একটি যুদ্ধ ড্রোন সরবরাহ করবে বলে জানা গেছে যা, বিশেষভাবে ইউক্রেনীয় বাহিনীর জন্য রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে।

গতকাল রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট বলেছিল যে, তারা তার সামরিক অভিযানের ‘দ্বিতীয় পর্বের’ অংশ হিসাবে ইউক্রেনের দক্ষিণ দখল করার পরিকল্পনা করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ যুদ্ধবিরতির একটি প্রস্তাবে রাশিয়া সাড়া দেয়নি। তবে এ বিষয়ে মস্কোর কোন বক্তব্য পাওয়া যায়নি। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মারিউপোলে ইউক্রেন সেনাদের সর্বশেষ দলটি যেখানে অবস্থান নিয়েছে, সেখানে হামলা না করার নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে তিনি জায়গাটি এমনভাবে ঘিরে রাখতে বলেছেন যাতে ‘একটি মশাও উড়ে যেতে না পারে’।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের স্পেশাল সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) সব সদস্যদের পরিচিতিমূলক তথ্য পেয়েছে রাশিয়া। খেরসন অঞ্চলে এসবিইউ সদস্যরা পালিয়ে যাওয়ার পর এসব তথ্য সম্বলিত ডকুমেন্ট পরিত্যক্ত অবস্থায় পেয়েছে রাশিয়ার সৈন্যরা। এসব তথ্যের মধ্যে এসবিইউ সদস্যদের নাম ও ছবি রয়েছে, যা ইতোমধ্যে রাশিয়ার সরকারি মাধ্যমে প্রচার করা হচ্ছে। রাশিয়ানরা চলে গেছে কিন্তু এরপরেও কিয়েভের শহরতলীর এলাকাগুলো বিপজ্জনক রয়ে গেছে। কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন মাইন আর গোলা অপসারণে, যা রাশিয়ান সৈন্যরা ফেলে গেছে। আর এসব অবিস্ফোরিত গোলাবারুদের সংস্পর্শ এসে আহত হয়ে হাসপাতালে যাওয়ার মানুষের সংখ্যা বাড়ছে।

ডোনেৎস্কের ৪২ গ্রাম রাশিয়ার হাতে: ডোনেৎস্কের পূর্বাঞ্চলের ৪২টি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার কথা নিশ্চিত করেছে ইউক্রেন। টেলিভিশনে এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্টের চীফ অফ স্টাফ। তবে তিনি আশা করেছেন যে ইউক্রেনের সেনারা শিগগিরই তা পুনর্দখল করতে সক্ষম হবে। ওদিকে রাশিয়া ডনবাসের দিকে লড়াই জোরদার করেছে এবং তাদের মূল লক্ষ্য হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বাড়ানো।

ইউক্রেনে গোপনে ‘ভ‚ত ড্রোন’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মারাত্মক একটি যুদ্ধ ড্রোন সরবরাহ করবে যা বিশেষভাবে ইউক্রেনীয় বাহিনীর জন্য রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। ‘ভ‚ত ড্রোন’ নামে পরিচিত এই ড্রোনের আসল নাম ১২০ ‘ফিনিক্স ঘোস্ট ট্যাকটিকাল আনম্যানড এরিয়াল সিস্টেম’। এটি ডনবাস অঞ্চলের যুদ্ধে ব্যবহার করা হবে। ‘প্রাচ্যে রাশিয়ার নতুন আক্রমণ মোকাবেলায় ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য আমি অস্ত্র, সরঞ্জাম এবং সরবরাহে আরও ৮০ কোটি ডলার বরাদ্দের অনুমোদন দিয়েছি,’ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি বিøঙ্কেন ঘোষণা করেছেন, ‘আমরা ইউক্রেনের সাথে ঐক্যবদ্ধ।’

মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা ফিনিক্সকে একটি ‘একমুখী’ ড্রোন হিসাবে বর্ণনা করেছেন যা ‘প্রচÐ আঘাত সরবরাহ করে’, এটি একটি সুইচবেøডের মতো একটি ‘কামিকাজি’ ড্রোন। ফিনিক্স ঘোস্ট সম্পর্কে প্রকাশ্যে খুব কমই রিপোর্ট করা হয়েছে এবং কর্মকর্তা একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে তিনি এর ক্ষমতা সম্পর্কে আরও প্রকাশ করতে ইচ্ছুক নন।

সুইচবেøড, যাইহোক, একটি কৌশলগত ড্রোন যা বেশিরভাগ সৈন্য অবস্থান সনাক্তকরণ এবং ধ্বংস করার জন্য, তবে এটি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানকেও হয়রানি করতে পারে কারণ যুদ্ধাস্ত্রগুলি একটি ভারী অ্যান্টি-আরমার ওয়ারহেড দিয়ে সজ্জিত হতে পারে যা দ্রæত এবং সংখ্যায় চালু হয়। ড্রোনগুলি একটি সম্ভাব্য লক্ষ্যের উপরে ঘোরাঘুরি করার ক্ষমতার ক্ষেত্রে অনন্য, কৌশলগতভাবে একটি সুনির্দিষ্ট স্ট্রাইক পরিচালনা করার জন্য সঠিক মুহুর্তের জন্য অপেক্ষা করে, যা ‘লয়েটারিং মিশন’ নামে পরিচিত।

মার্কিন সশস্ত্র বাহিনী এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক এইভিইএক্স এরোস্পেস দ্বারা তৈরি ফিনিক্স, ১০০ মাইল প্রতি ঘন্টা পর্যন্ত উড়তে পারে এবং একটি উল্লেখযোগ্য পেলোড বহন করতে পারে বলে জানা গেছে। পেন্টাগনের একজন মুখপাত্র জন কিরবি বলেন, ‘বিশেষ করে ইউক্রেনের প্রয়োজনীয়তার প্রতিক্রিয়ায় বিমান বাহিনী দ্রæত এটি তৈরি করেছে।’ ইউক্রেনীয় সৈন্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন সিস্টেম সম্পর্কে নির্দেশনা পাওয়ার জন্য আগামী কয়েক দিন এবং সপ্তাহের মধ্যে কিয়েভ থেকে পোল্যান্ডে ভ্রমণ করবে।

রাশিয়ান গ্যাসের উপর নিষেধাজ্ঞা ইউরোপীয় অর্থনীতির জন্য ক্ষতিকর : রাশিয়ান গ্যাসের উপরে একটি আকস্মিক গ্যাস নিষেধাজ্ঞা ইউক্রেনে দ্রæত শান্তি আনবে না এবং একটি গুরুতর অর্থনৈতিক সঙ্কট এড়াতে এটি জার্মানির জন্য গুরুত্বপূর্ণ। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ স্পিগেল ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাতকারে এ কথা বলেছেন। ‘প্রথমত, আমি মোটেও দেখতে পাচ্ছি না যে, গ্যাস নিষেধাজ্ঞা যুদ্ধ বন্ধ করবে,’ শোলজ বলেছিলেন। ‘দ্বিতীয়ত, আপনি বলছেন যে, আমরা সেখান থেকে আয় করছি। মূল বিষয় হল আমরা একটি বড় অর্থনৈতিক সঙ্কট, লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ক্ষতি এবং শাটডাউন এড়াতে চাই। এমন সিদ্ধান্তের গুরুতর পরিণতি হবে। আমাদের দেশের জন্য, সমগ্র ইউরোপের জন্যও,’ তিনি যোগ করেছেন। জার্মান বিশেষজ্ঞরা পুনর্ব্যক্ত করেছেন যে, রাশিয়ান গ্যাসের প্রত্যাখ্যান অভ্যন্তরীণ অর্থনীতির জন্য ক্ষতিকর হবে এবং গুরুতর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। বার্লিন একই সময়ে রাশিয়ান জ্বালানি সংস্থান পরিত্যাগের বিষয়ে কাজ করছে।
সম্মিলিত নিষেধাজ্ঞায় ভেটো দেবে কিছু ইইউ সদস্য দেশ : বর্তমানে রাশিয়ান তেল সরবরাহের উপর সম্মিলিত নিষেধাজ্ঞা প্রবর্তনের কোন পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের, কারণ বেশ কিছু ইইউ সদস্য এই উদ্যোগকে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির প্রধান জোসেপ বোরেল একটি সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন। ‘এটি খুব কঠিন হবে (রাশিয়ান তেল সরবরাহে নিষেধাজ্ঞা বা শুল্ক বাড়ানোর বিষয়ে সম্মতিতে পৌঁছানো), কারণ কিছু সদস্য রাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা করেছে যে, তারা যে কোনও যৌথ সিদ্ধান্তে ভেটো দেবে,’ লে ফিগারো তার শুক্রবারের সংস্করণে বোরেলকে উদ্ধৃত করে বলেছে। তাদের মতে, রাশিয়ার কয়লা সরবরাহের উপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, পোল্যান্ড এবং ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়া থেকে জ্বালানীর উপর সম্প‚র্ণ নিষেধাজ্ঞার জন্য চাপ দেয়। একই সঙ্গে জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরি এর বিপক্ষে।

নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন চীনের প্রেসিডেন্ট : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বলেছেন যে, তার সরকার আন্তর্জাতিক বিরোধ নিরসনে আলোচনাকে সমর্থন করে এবং নিষেধাজ্ঞার ‘বিতর্কিত ব্যবহারের’ বিরোধিতা করে। শির মন্তব্য নিশ্চিত করে যে, ইউক্রেনের জনসংখ্যা এবং বৈশ্বিক নিরাপত্তার উপর সংঘাতের ক্ষতি সত্তে¡ও চীন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সমালোচনা করতে অস্বীকার করার তার অবস্থানে অটল রয়েছে। বেইজিং সংঘাতকে আগ্রাসন বলতে অস্বীকার করেছে এবং বলেছে যে, ন্যাটোর সম্প্রসারণ রাশিয়াকে উস্কে দিয়েছে। তা সত্তে¡ও, শি বলেছিলেন যে, চীন ‘সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখÐতাকে সম্মান করতে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে প্রতিশ্রæতিবদ্ধ’।

‘আমরা সংলাপ ও পরামর্শের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দেশগুলির মধ্যে মতপার্থক্য ও বিরোধের সমাধান করতে প্রতিশ্রæতিবদ্ধ আছি, সঙ্কটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি, দ্বৈত মান প্রত্যাখ্যান করি এবং একতরফা নিষেধাজ্ঞা এবং দীর্ঘ হাতের এখতিয়ারের অযৌক্তিক ব্যবহারের বিরোধিতা করি,’ দক্ষিণের দ্বীপ প্রদেশ হাইনানে একটি আন্তর্জাতিক ফোরামে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শি বলেছেন। চীন জাতিসংঘের সামনে আনা সাম্প্রতিক প্রস্তাবে রাশিয়ার সাথে ভোট দিয়েছে এবং চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া ইউক্রেনে হামলা চালানো এবং মার্কিন সহযোগিতার সাথে জৈবিক অস্ত্র তৈরি করার বিষয়ে রাশিয়ান দাবির প্রতি সমর্থন জানিয়েছে। রাশিয়া তার ২৪ ফেব্রæয়ারী আক্রমণ শুরু করার এক মাসেরও কম সময় আগে শি বেইজিংয়ে পুতিনের সাথে দেখা করেছিলেন, দুই পক্ষ তাদের ‘সীমাহীন’ সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সূত্র : এপি, তাস, দ্য টেলিগ্রাফ, বিবিসি, ডয়চে ভেলে।

 



 

Show all comments
  • Muhammad Mostafiz Rahman ২৩ এপ্রিল, ২০২২, ১০:২৫ এএম says : 0
    দুই রাষ্ট্রই ইসলাম বিদ্ধেষী, যুদ্ধের মাধ্যমে দুইটাই ধ্বংস হয়ে যাক!
    Total Reply(0) Reply
  • MD Ariful Islam Mollik ২৩ এপ্রিল, ২০২২, ১০:২৬ এএম says : 0
    দিনে দুইবার রাশিয়াকে পরাজিত করে জেলেনেসকি ।সব মিথ্যা কথা বলে ।
    Total Reply(0) Reply
  • Jahangir Mohammed Osman Gani ২৩ এপ্রিল, ২০২২, ১:৩৬ এএম says : 0
    আপনাদের খবর আমার খুভ প্রিয়
    Total Reply(0) Reply
  • Jahangir Mohammed Osman Gani ২৩ এপ্রিল, ২০২২, ১:৩৭ এএম says : 0
    আপনাদের খবর আমার খুভ প্রিয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ