Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ঈদ সামনে রেখে রাস্তায় নামছে লক্কড়ঝক্কড় গাড়ি

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ আর ছুটি শেষে কাজে বা বাড়িতে ফেরার প্রয়োজনে মীরসরাইয়ে বিভিন্ন ওয়ার্কসপে চলছে লক্কড়-ঝক্কড় যানবাহন মেরামত আর রঙের কাজ। বহু বছরের পুরনো এসব গাড়িগুলোর গায়ে রঙ-চঙ লাগিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে। ঈদে ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় নামলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব ফিটনেসবিহীন গাড়ি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বারইয়ারহাট পৌরসভা এলাকাসহ বেশ কয়েকটি ওয়ার্কসপে গিয়ে দেখা গেছে, সেখানে লক্কড়-ঝক্কড় বাস মেরামতের কাজ চলছে। ফিটনেসবিহীন ভাঙাচোরা গাড়িগুলো ঝালাই করে জোড়াতালি দেওয়া হচ্ছে। কোনও গাড়ির ইঞ্জিন, সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া, ব্রেকে সমস্যা কিংবা সিটগুলো ছেড়া সেগুলো মেরামত করা হচ্ছে। মিস্ত্রিরা এসব পুরাতন গাড়ি মেরামতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
চলাচলকারী যাত্রীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের নজরদারী না থাকায় দিনকে দিন বাড়ছে এসব গাড়ির সংখ্যা। তাই উৎসবে প্রাণহানি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগেই যাত্রী পরিবহনের ক্ষমতা হারিয়েছিল একটি গাড়ি। কিন্তু ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন এই গাড়িতে চলছে রঙের কাজ। বারইয়ারহাট পৌরসদরে অবস্থিত বিসমিল্লাহ অটো কালার সেন্টার গিয়ে দেখা গেছে, রঙমিস্ত্রি রাহাত পুরনো গাড়িগুলোর বডিতে রঙের কাজ করছেন। কাজের ফাঁকে তিনি জানান, ঈদকে সামনে রেখে পুরাতন গাড়ি রঙ করে নতুন রূপে সাজানো হচ্ছে। সময়মতো ডেলিভারি দিতে দিন-রাত ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত চলাচল করা আনোয়ারুল হক নিজামী বলেন ,এসব ‹লক্কড়-ঝক্কড়› গাড়ির কারণেই এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে হরহামেশা। আর তাতে যাত্রীদের চলাচলে ঝুঁকি বেড়ে যাচ্ছে বহুগুণ।

জোরারগঞ্জ হাইওয়ো থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় স্বস্তি আনতে ফিটনেসবিহীন যানবাহনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ