Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমের প্রথম মৃদু কালবৈশাখীর সাথে হালকা বৃষ্টিপাতে সিক্ত বরিশাল

মহানগরীসহ দক্ষিণাঞ্চল বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ৮:০৩ পিএম

মৌসুমের প্রথম মৃদু কালবৈশাখীর সাথে হালকা বৃষ্টিপাতে সিক্ত হয়েছে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের অনেক এলাকা। শুক্রবার ইফতারীর পূর্বক্ষনে বরিশালে ১০Ñ১৫ কিলোমিটার বেগের বাতামের সাথে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ মহানগরীর অনেক এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়। ইফতারীর আগে অনেক এলাকায় বিদ্যুৎ সরবারহ চালু না হলেও হালকা বৃষ্টিপাতে নগর জীবন শিক্ত হয়। প্রায় দু মাস পরে এ হালকা এ বৃষ্টিপাতে ঈদের বাজারে সামান্য ছন্দপতন ঘটলেও নগর জীবনে অনেকটাই সাচ্ছন্দ ফিরে আসে।
বহু কাঙ্খিত এ বৃষ্টিপাত বোরো ও আউশ ধান সহ মাঠে থাকা তরমুজের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে বরে কৃষিবীদগন জানিয়েছেন। আবহাওয়া বিভাগ থেকে চলতি মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক ১৩২ মিলিমিটারের স্থলে ১২০ থেকে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের কথা বলা হলেও মাসের প্রথম ২২ দিনের মাথায় শুক্রবার সন্ধায়ই ১ মিলিমিটারেরও কম বৃষ্টি হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ