রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ঈদগাহ মাঠের জন্য আর্থিক অনুদান ও ৪৭টি মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পৌরসভার নিজস্ব তহবিল থেকে ২৭টি ঈদগাহ মাঠ সজ্জিত করণের জন্য মোট ৭৮ হাজার এবং ৪৭ জন ইমাম, ১৫ জন খতিব ও ৪০ জন মুয়াজ্জিননের মাঝে মোট এক লাখ ৩৩ হাজার টাকা ঈদ সম্মানী দেয়া হয়।
গত বৃহস্পতিবার পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইয়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বনপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন ও বনপাড়া পৌর ইমাম ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান তিরাইলী বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।