Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানের হারুন হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে আটক

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৯:৪৮ পিএম

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ার মো. হারুন হত্যা মামলার পলাতক আসামি মো. তৈয়বকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২০ এপ্রিল) রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, ২০১৬ সালের ১৬ অক্টোবর রাউজানের নোয়াপাড়া এলাকায় মো. হারুনকে দুর্বত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অভিযোগপত্রে অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. তৈয়ব। জিজ্ঞাসাবাদে তৈয়ব নিজে হারুন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এছাড়া তৈয়ব রাউজান থানায় দায়ের করা অস্ত্র আইন মামলার ১১ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আইনানুগ ব্যবস্থা নিতে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ