Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

যতই ষড়যন্ত্র হোক আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : আমির হোসেন আমু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৭:১০ পিএম

করোনায় অন্যদেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনাকালে বাংলাদেশ অনেক ভালো ছিল। আমরা সময়মতো টিকা দিতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। এর পরেও একটি গোষ্ঠা নানা ষড়যন্ত্র করে আসছে। যতই ষড়যন্ত্র হোক আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, ইসলাম শান্তির ধর্ম। রমজান আত্মসংযোমের মাস। আমি এ মাসেই পবিত্র ওমরা হজ্ব পালন করেছি। এ দেশের মানুষের জন্য দোয়া করেছি।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক, জেলা আইনজবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাইয়ুম। ইফতার ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ