Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আকু ওয়েদার অ্যাপ

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আবহাওয়ার খবর জানতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও ফিচার সমৃদ্ধ অ্যাপ হলো আকু ওয়েদার। এ অ্যাপের ইউজার ইন্টারফেস বেশ সুন্দর। এটির বিশেষত্ব হলো আবহাওয়ার বিশেষ সময় নির্ধারণ করে দিতে পারে। যেমন- কোন সময়, কোন এলাকায় বৃষ্টি হবে সে তথ্য জানিয়ে দেবে অ্যাপটি। অ্যাপটির ইউজার ড্যাশবোর্ডে ১৫ দিন পরের আবহাওয়ার পূর্বাভাসও দেখা যায়। অ্যাপটি ক্যালেন্ডারের সাথে সংযোগ করা সম্ভব, যাতে খারাপ আবহাওয়ায় মিটিং বা জরুরি কোনো কাজ ক্যালেন্ডারে যুক্ত আছে কিনা দেখা নেওয়া যায়। অ্যাপটির মাধ্যমে আর্দ্রতা, দৃষ্টির পাল্লা, সূর্যোদয়, সূর্যাস্ত, বায়ুচাপ এবং শিশিরাংক, ইউভি লেভেল, বাতাসের গতি ইত্যাদি বিভিন্ন পরিসংখ্যান চেক করা যায়। অ্যাপটি চালু হলে স্বয়ংক্রিয়ভাবে জিপিএসের মাধ্যমে লোকেশন নির্ধারণ করে আবহওয়ার সর্বশেষ আপডেট তুলে ধরে। এ ছাড়া এতে পছন্দের শহরগুলোর তালিকা করে আলাদা ট্যাপ খোলা যায়। ফলে বেশ অনেকগুলো শহরের আবহাওয়ার খবর দ্রুত জানা যাবে। এটির ভিডিও বিভাগে আবহাওয়া বিষয়ক বিভিন্ন ভিডিও রয়েছে। অ্যাপটিতে ম্যাপ ও রাডারের তথ্যও পাওয়া যায়। ফলে কোনো ঝড়ের পূর্বাভাস থাকলে সেটির উৎপত্তিস্থল সম্পর্কেও জানাতে পারে এটি। অ্যাপ্লিকেশনটির ৫ কোটির বেশি ডাউনলোড হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনামূল্যে এ ঠিকানা যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=পড়স.ধপপঁবিধঃযবৎ.ধহফৎড়রফ থেকে ডাউনলোড করতে পারেন। আইওএস ব্যবহারকারীরা এ ঠিকানা যঃঃঢ়ং://রঃঁহবং.ধঢ়ঢ়ষব.পড়স/ঁং/ধঢ়ঢ়/ধপপঁবিধঃযবৎ-বিধঃযবৎ-ভড়ৎ-ষরভব/রফ৩০০০৪৮১৩৭?সঃ=৮

থেকে ডাউনলোড করতে পারেন।
স শিবলু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকু ওয়েদার অ্যাপ

১৫ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ