Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ায় সুজানগর উপজেলা পরিষদে তালা : ইউএনও অবরুদ্ধ: রাস্তা অবরোধ

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে উপজেলা পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী। সোমবার সকাল থেকে এলাকাবাসী উপজেলা পরিষদের সকল সরকারী অফিস-আদালত, ব্যাংক-বীমা ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে পাবনা-সুজানগর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচী শুরু করলে বন্ধ হয়ে যায় সব দোকানপাট ও যানবাহন চলাচল।রাস্তার দুইপাশে যানবাহনের সারিবদ্ধ জট লেগে যায়। উপজেলা পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, সরকারের প্রতি উপজেলায় একটি কলেজ জাতীয়করনের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ জুন সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ তালিকাভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে কুচক্রী মহলের ষড়যন্ত্রে এ সিন্ধান্ত পরিবর্তন করে উপজেলা সদরের বাইরের একটি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে সুজানগর উপজেলা পরিষদসহ সকল সরকারী -বেসরকারী অফিস, দোকান পাট বন্ধ করে প্রতিবাদ করছে এলাকাবাসী।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার মেয়র আব্দুল ওহাব, নিজামউদ্দিন কলেজের অধ্যক্ষ মানিক মৃধা ও স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবন্দ।
বক্তারা অবিলম্বে সুজানগর নিজামউদ্দিন আজগর আলী কলেজকে জাতীয়করণের সিন্ধান্ত পুনঃবহাল করার দাবী জানান।
পরে উপজেলা প্রশাসন উর্দ্ধতন কর্র্তপক্ষকে ঘটনাটি অবহিত করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে আশ্বাস বাস্তবায়িত না হলে আবারও আন্দোলনে নামবেন বলে প্রতিবাদকারীরা জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ