বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গঙ্গাস্নান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সুকমল মাঝি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ শেখ কামাল সেতুর উপর এ ঘটনা ঘটে। সে বরগুনার বদরখালী গ্রামের সুনিল চন্দ্র মাঝির ছেলে।
সুকমলেরর চাচাতো ভাই সুজন মাঝি জানান, বৃহস্পতিবার বিকেলে সুকমল কুয়াকাটায় রাস পূর্নিমা উপলক্ষে গঙ্গাস্নানে আসে। ভোররাতে গঙ্গাস্নান শেষে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। এতে তার মাথা এবং মুখমণ্ডল থেতলে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা সংকটপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।