বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার পৌর এলাকার শ্যামলীপাড়ার একটি ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সালমা খাতুন শ্যামলীপাড়ার মামুন হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের ফরিদ হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী মামুন পলাতক রয়েছেন।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, বেশ কয়েক বছর আগে প্রেমের সম্পর্কে মামুনের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। ঠিকমতো সালমার খাওয়া-পড়ার খরচও দিতেন না মামুন। এ অবস্থায় ভরণপোষণের দাবিতে মামুনের বিরুদ্ধে থানায় মামলা করেন সালমা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পর শ্যামলীপাড়া মহল্লায় একটি বাড়ি ভাড়া করে দেড় মাস ধরে সালমাকে নিয়ে বসবাস করছিলেন মামুন।
এলাকাবাসী ঘরের ভেতরে সালমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, এটি হত্যাকাণ্ড কিনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।