Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় প্রতিবন্ধী স্কুলছাত্রী ধর্ষণের আসামি গ্রেফতার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

রাজশাহীর পুঠিয়ায় পথচারী এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-১১ যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন খানপুর নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো - পুঠিয়া উপজেলার কার্তিকপাড়া গ্রামের নমীর উদ্দিনের ছেলে রাকিব ও কাজুপাড়া গ্রামের মৃত আবু সাইদের ছেলে মিজান। জানা যায়, গত বুধবার পুঠিয়ার কাচুপাড় মাঠের মধ্য ১৭ বছর বয়সী প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ সময় ধর্ষণকারিরা তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায়। সে জামগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ