Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গাজীপুরে শ্রমিকদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারকে অবাঞ্চিত ঘোষণা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৭:৩১ পিএম

জাতীয়তাবাদী শ্রমিকদল গাজীপুর মহানগর শাখার বিদ্যমান কমিটির সদস্য সচিবকে বাদ দিয়ে নতুন সদস্য সচিব অর্ন্তভূক্ত করায় বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর শ্রমিকদল নেতাকর্মীরা। বুধবার সকালে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইজুদ্দিন, সদস্য মমিন উদ্দিন খান, হাসান মাহমুদ সুজন, মেহের আলী, কবির হোসেন কবু, রানা আহমেদ, আব্দুল গফুর, মোজাম্মেল হক মঞ্জু, জয়নাল আবেদীন ভূইয়া, সদর মেট্রো থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, কোনাবাড়ী থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান স¤্রাট প্রমুখ।
বক্তারা পুর্নগঠিত কমিটি প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, আওয়ামীলীগের এজেন্টদের দিয়ে গঠিত পকেট কমিটি তৃণমূল নেতারা কখনো মেনে নিবে না, মেনে নিতে পারে না। অবিলম্বে এ কমিটি বাতিল ঘোষণার দাবী জানিয়ে তারা মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারকে অবাঞ্চিত ঘোষণা করেন।
মহানগর শ্রমিকদলের বিদ্যমান কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের প্রতিবেশী ও আর্শিবাদপুষ্ট মোমেন হোসেনকে মহানগর শ্রমিকদলের নতুন সদস্য সচিব করে গত মঙ্গলবার দুই সদস্যের হাস্যকর আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। উভয় কমিটিতে ফয়সাল আহম্মেদ আহ্বায়ক নিযুক্ত হন। পুর্নগঠিত বিতর্কিত এ কমিটির সদস্য সচিব মোমেন হোসেন অতীতে কখনই দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ