Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে গাছের নিচে চাপা পড়ে বিক্ষুকের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৫:৩১ পিএম | আপডেট : ৫:৫২ পিএম, ২০ এপ্রিল, ২০২২

 লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে কালবৈশাখী ঝড়ে নারকেল গাছের নিছে চাপা পড়ে রুহুল আমিন (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রুহুল আমিন ওই গ্রামের হানিফ মাঝি বাড়ির বাসিন্দা ও পেশায় ভিক্ষুক ছিলেন। তার বুদ্ধিপ্রতিবন্ধী দুই ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঝড় শুরু হয়। এ সময় রুহুল আমিন বাড়ির পাশের দোকানে গিয়ে থেকে ফেরার পথে ঝড়ে নারকেল গাছ পড়লে তিনি গাছ চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসমত জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বুকে অতিরিক্ত চাপে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ