বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনা জেলার খালিয়াজুরীর ধনু সহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, আজ বুধবার সকালে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে ধনুসহ সব কটির নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ধনু নদের পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কীর্তনখলা, চর হাইজদা, রসুলপুর বাঁধসহ হাওরের বেশীর ভাগ ফসল রক্ষা বাধঁ উচ্চ ঝুকিতে রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোন সময় বাঁধ ভেঙ্গে তাদের সারা বছরের একমাত্র স্বপ্নের ফসল হারানোর আতংক কিছুতেই কাটছে না।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, ইতিমধ্যে ব্রি-২৮ ধান কাটা প্রায় শেষ পর্যায়ে রয়েছে আর ব্রি-২৯ জাতের ধান কাটা শুরু হয়েছে। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় সরকারের নির্দেশে শত শত কৃষক ও হারভেষ্টার মেশিন দিয়ে আঁধা পাকা ধান কাটা হচ্ছে।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এফ মোবারক হোসেন জানান, হাওরের ফসল সম্পূর্ণ ভাবে কাটতে আরো এক সপ্তাহ সময় লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।