Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার কোনো বয়ফ্রেন্ড নেই-দিঘী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশু শিল্পী হয়ে অনেক সিনেমা করেছেন। নায়িকা হয়ে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা করেছেন। এর মধ্যে দুটি মুক্তি পেয়েছে। তবে দিঘী মনে করেন, শিশু শিল্পী হিসেবে যে ভালোবাসা পেয়েছেন, সেটাই ছিল প্রকৃত ভালোবাসা। শশুশিল্পীদের নিয়ে কোনো সমালোচনা হয় না, বাজে কথা হয় না। তবে বড় হয়ে বিপদে আছি। এখন অনেক কথাই শুনতে হয়। এটা ঠিক এখন তারকাখ্যাতিটা উপভোগ করছি। দিঘী স্পষ্ট করে বলেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনো নায়ককে বয়ফ্রেন্ড বানাতে চাই না। উল্লেখ্য, দিঘী অভিনীত তুমি আছো তুমি নেই’ ও টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও অভিনয় করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ