Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খল অভিনয়ের গুরুত্বপূর্ণ কৌশল জানালেন ইথান হক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

মারভেল স্টুডিওসের মিনিসিরিজ ‘মুন নাইট’ দিয়ে মারভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) স¤প্রতি অভিষেক হয়েছে অভিনেতা ইথান হকের। তিনি জানিয়েছেন খলনায়ক বা ভিলেনের ভূমিকায় অভিনয় করতে হলে চরিত্রটিকে বেশি যাচাই না করাটাই গুরুত্বপূর্ণ। ভিলেন আর্থার হ্যারোর ভূমিকায় অভিনয়ের উচ্ছ¡াস প্রকাশ করতে গিয়ে হক বলেন, যদি ভিলেনের ভূমিকায় অভিনয় কর তাহলে মাথা থেকে শব্দটিকে মুছে ফেলতে হবে এবং সারা বিশ্বকে তার চোখ দিয়েই দেখতে হবে। চরিত্রটি রূপায়নে তিনি কাল্ট নেতা ডেভিড কোরেশ, মনোবিজ্ঞানী কার্ল ইউং, কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, দালাই লামা, লিও তলস্তয়, ধর্মীয় বক্তা জিমি সোয়েগার্ট এবং নাৎসি অফিসার এবং চিকিৎসক ইওসেফ মেঙ্গেলের সমন্বয় করেছেন। কাল্ট নেতাদের সম্পর্কে তিনি বলেন, ইতহাসের বিচারে কাল্ট নেতাদের দেখলে বিস্মিত হতে হয়, একদিকে তাদের অনেকে যেমন বিকারগ্রস্ত, অন্যদিকে আদর্শের প্রবক্তা। আদর্শ দিয়ে শুরু করলেও একটা সময় তাদের পথ সরে যায়। তিনি বলেন, পৃথিবীতে যারা ভয়ানক অপরাধ করেছে, এমন নয় যে সকালে উঠে তারা ঘোষণা দেয় আমি মন্দ মানুষ। তাদের কাজের পেছনে নিজেদের তৈরি যুক্তি থাকে, আর এই যুক্তিই নরকের পথ সৃষ্টি করে। তাই প্রথমে হ্যারোর যুক্তি বের করতে হয়েছে, তা যতটা সম্ভব বাস্তবতার কাছে নিতে হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ