Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

কলাপাড়ায় মোবাইল চুরির অপবাদে ইমন ওরফে মুন হাওলাদার (১৬) ও রাজিব মাঝি (১৭) নামের দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরের পর লালুয়া ইউপির হাসনাপাড়া গ্রামের আবাসনের ১৪নং প্যাকেজ এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের ফুফু মাকসুদা বেগম কলাপাড়া থানায় স্থানীয় দুই জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। ইমন ও রাজিবের বাড়ি লালুয়া ইউপির মঞ্জুপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই দুই কিশোর পায়রা বন্দরের নির্মানাধীন আবাসনের ১২নং প্যাকেজে শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় সকালে তারা কাজ করতে যায়। এসময় স্থানীয় আশরাফ ও শামীম হাওলাদার তাদের ১৪ নম্বর প্যাকেজে ডেকে নেয়। পরে মোবাইল চুরির অপবাদ দিয়ে তারা ওই দুই কিশোরের মাথায় চর থাপ্পর দেয়া শুরু করে। এক পর্যায়ে ১৪ নম্বর প্যাকেজের একটি কক্ষে আটকে তাদের হাত পা বেঁধে লাঠি দিয়ে দুই ঘন্টা পর্যন্ত এলোপাথারী মারধর করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ