Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনা জমির ফসল বিনষ্টের অভিযোগ

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ফিসারী করার লক্ষ্যে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পাড় (জাঙ্গাল) তৈরির নামে প্রতিপক্ষের পৈত্রিক জমির ফসল বিনষ্ট ও বেদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া রামপুর গ্রামের পেছনের রৌহা বিলে। গতকাল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগে প্রকাশ, দুগিয়া রামপুর গ্রামের আলেফ উদ্দিন ১৯৮৪-৮৫ সনে রৌহা বিলে ২.০৫ একর জমি ক্রয় করে সেখানে চাষাবাদ করে আসছিল। তার মৃত্যুর পর পুত্র আলতাবুর রহমান সে সব জমি বর্গা চাষি দিয়ে চাষাবাদ ও ভোগ দখল করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল হেকিমের পুত্র ফিরোজ মিয়া ও মৃত আব্দুল মন্নাফের পুত্র সবুজ মিয়া গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে আলতাবুর রহমানের স্বত্ত্ব দখলীয় জমির পাশে ফিসারী করার লক্ষ্যে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পাড় (জাঙ্গাল) তৈরির নামে জমির ফসল বিনষ্ট ও প্রায় ৭০ শতাংশ (৭ কাটা) জায়গা বেদখল করে চলেছে। এ ব্যাপারে বর্গা চাষিরা আলতাবুরকে জানালে সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকেই সে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছে।
আলতাবুর রহমান গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গের কাছে বিষয়টি জানিয়ে ন্যায় বিচার না পাওয়ায় গত ১৬ এপ্রিল নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিবাদীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। এ ব্যাপারে সবুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই জমি আমাদের। আমাদের হাতে কাগজপত্র রয়েছে। অভিযুক্ত ফিরোজ মিয়া বলেন, জমির মা-বাপ হচ্ছে কাগজ। তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারলে আমরা তাকে জমি দিয়ে দেব।
স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান জানান, ফিসারীর পাড় বাঁধার কারণে কিছু মাটি তার জমিতে পরে সামান্য ফসল নষ্ট হয়েছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দরবারের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়ার আশ^াস দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ