রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধর্ষণচেষ্টায় বৃদ্ধ কারাগারে
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে কাঁচা আম দেয়ার লোভ দেখিয়ে ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার একমাত্র আসামি ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের ইসলাম শেখ (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে।
ওই শিশুর ভাবী বাদী হয়ে গত ১৭ এপ্রিল রাতে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। পরে তাকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানাপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ইসলাম শেখ ওই শিশুকে আম দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায়।
অজগর অবমুক্ত
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা
রাঙামাটি কাপ্তাই ন্যাশনাল পার্কে বিরলপ্রজাতীর সোনালি রঙের অজগর সাপ অবমুক্ত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ বনবিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা/কর্মচারীরা ওই বিরলপ্রজাতীর অজগর সাপটিকে অবমুক্ত করে। এর দৈর্ঘ্য ১৬ ফুট ওজন ২০/২৫ কেজি। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, গত সোমবার রাতে এ সাপটি কর্ণফুলী নদী হতে কোর্গো টলির বসতঘরে খাওয়ার সন্ধানে প্রবেশ করে। এমন সময় বন বিভাগকে খবর দিলে আমরা গিয়ে সাপটি উদ্বার করি। তিনি আরোও বলেন দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান (ডিএফও)’র, নির্দেশ মতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করি। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেনসহ কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার তিতাসে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর আওতায় শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তিতাস উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ মাঠে ২০ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. সেতারুজ্জামান। দক্ষ ড্রাইভার মো. রমজান ও মো. সোহেল রানা দ্বারা প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও ৫০ জনের ব্যাচটি দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ব্যাচে ২৫ জনকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। দ্বিতীয় ব্যাচে বাকি ২৫ জনকে ২০ দিন পর প্রশিক্ষণ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।