Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রংপুরে বিচারকের বিরুদ্ধে স্ত্রীর মামলার আবেদন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৬:৫৩ পিএম

রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলার আবেদন করেছেন তার স্ত্রী ডাঃ হৃদিতা সরকার।
আজ মঙ্গলবার দুপুরে বিচারকের স্ত্রী ডাঃ হৃদিতা সরকার বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এ মামলার আবেদনটি করেন।
আদালতের বিচারক মোঃ রোকনুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
মামলার আবেদনে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার রফিক হাসনাইন এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছে, বাদী রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নালিশি মামলার আবেদন করেছেন। বিজ্ঞ বিচারক এ বিষয়ে শুনানির জন্য আগামী ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন। এদিন বাদীর জবানবন্দি গ্রহণসহ পরবর্তী পদক্ষেপ নেবেন আদালত। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ