বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া দোয়েল ইটের ভাটায় অবৈধ্য পুকুর খননের মঙ্গলবার সাকালে মাটি টানার সময় ইঞ্জিন চালিত ট্রাকটরের চাপায় সিরাজুল ইসলাম (৩৫) নমের এক ব্যক্তি নিহত হয়েছে।
জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় বাজারের সাথে হারুনুর রশিদ নয়নের মালিকানাধীন দোয়েল ইটভাটা অবস্থিত। সেই ভাটায় দিয়ারপাড়া মাঠে থেকে অবৈধ্য পুকুর খননের স্থান থেকে মাটি এনে পালার উপরে নামানোর আগে সিরাজুল ইসলাম ট্রাকটরে উঠার সময় চাকার নিচে পড়ে আহত হয়। ঘটনাস্থলে থাকা এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। সে সময় রহস্যজনক ভাবে তার লাশ বাড়িতে নিয়ে গিয়ে তারাতারি করে মাটি দেওয়ার প্রস্তুতি চলছিলো।
থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে থানার একজন অফিসারসহ ফোর্সকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।