Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে শিলাবৃষ্টিতে শতাধিক হেক্টর বোরো আবাদের ক্ষতি

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ৩:০১ পিএম

শেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোররাতে জেলা সদরসহ ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় এ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার সহস্রাধিক কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
জেলা কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা জানায়, মঙ্গলবার ভোররাতে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। আর এতে সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বেশ কিছু বোরো ক্ষেতের আধাপাকা ধান পড়ে যায়। ধানের গাছ নুয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় অন্তত: শতাধিক হেক্টর জমির ফসল।
করোনার কারণে এমনিতেই গত দুই বছর ধরে নানা কারণে ধান আবাদে লোকসান লেগেই আছে। এর মধ্যে শিলাবৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তা পোষানো কঠিন হয়ে যাবে বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
তবে কৃষিবিভাগ বলছে, বোরো আবাদের ক্ষতির প্রাথমিকভাবে ৭৫ হেক্টর জমির মতো। মাঠে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এখনও চলছে। একইসাথে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ