Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১০:৩৭ এএম

দেশের অভিনয় জগতের জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী। টিভি নাটক, সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্ম; তিন মাধ্যমেই তার আলাদা দাপট। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স ১২ বছর। বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘সুশীল ফ্যামেলি’ নাটকে দেখা যাবে শুদ্ধকে। পূবাইলে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছে সে।

জানা গেছে, মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে পুবাইলে বাবার শুটিং দেখতে গিয়েছিলেন। এরপর হঠাৎ সিদ্ধান্তে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে। হয়ে গেলো তার অভিনয়ের যাত্রা। ছেলের অভিনয়ে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন ‘মনপুরা’ খ্যাত তারকা।

চঞ্চল চৌধুরী ফেসবুকে লেখেন, ‘শুদ্ধ’র জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো। ব্যাপারটা আহা মরি কিছু নয়। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মাও ছিল। ইম্প্রোভাইজড ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। অভিনয় করছে।’

শুদ্ধর অভিনয় করা অপরিকল্পিতভাবে হলেও অভিনয়ে তার ইচ্ছা আছে জানিয়ে তিনি লেখেন, ‘শুদ্ধ’র যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।’

এ সময় তিনি আরও লেখেন, ‘যদি ওর (শুদ্ধ) যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’

নাটকটির পরিচালক দীপু হাজরা বলেন, ‘প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ও (শুদ্ধ) চমৎকার অভিনয় করেছে। যেটা আমি চিন্তাও করিনি। আসলে রক্তের একটা বিষয়তো আছে। যে ওর বাবা দেশের বিখ্যাত অভিনেতা তার ছেলে কি খারাপ করতে পারে? পর্দায় দেখলে সবাই বিচার করতে পারবেন।‘

‘সুশীল ফ্যামেলি’ নাটকে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা, সৌম্য ও দিব্য। আসছে ঈদে নাটকটি দেখা যাবে গাজী টিভির ঈদ আয়োজনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ